বাগেরহাট অফিস : বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজবুল হক নজু। বীর মুক্তিযোদ্বা হাওলাদার শাফিউর রহমানের সভাপতিত্বে ও আ: ওহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: সেলিম আজাদ, কাজী মুনসুর আলী, ইউনিয়ন সভাপতি আ: রহমান, সম্পাদক শেখ শমশের আলী।
অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন মো: সোহরাব হোসেন, মো: ফারুক হোসেন, মো: বাশারাত খান, মো: মোজাফ্ফর হোসেন, আ: আলীম, সেলিম জোমাদ্দার, মো: জাহিদ, মো: বাদশা, টুটুল কাজী, ইমরান আহম্মেদ মনি, মো: মুকুল মল্লিক, তালুকদার আলী আহম্মদ ছোট, ফেরদাউস চৌধুরী, মাহমুদা আজাদ, অহিদা বেগম, মুক্তা বেগম, মো: জাহিদুর রহমান, মো: মোস্তাফিজ, জুম্মান হোসেন, মো: সেলিম, মো: ওমর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত সরকারের শাসনামলে আমাদের দেশে খাদ্যশস্য ঘাটটি ছিলো। আমরা বিদেশ থেকে খাদ্যশস্য আমদানী করতাম। সেখানে আজ আমরা খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়ে এখন বিদেশে রপ্তানি করছি। এটা শুধুমাত্র শেখ হাসিনার অবদান। তাই আমাদের শপথ নিতে হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল সড়যন্ত্র মোকাবেলা করে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। উক্ত সমন্বয় সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মিরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাশেষে শেখ হাসিনার উন্নয়ন ও আগামী দ্বাদশ নির্বাচনে বাগেরহাট সদর-২ আসন থেকে শেখ সারহান নাসের তন্ময়কে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য বাজার-ঘাটসহ জনবহুল এলাকায় গণসংযোগ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত