বাগেরহাট অফিস : বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ১ম জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বাগেরহাটের অধ্যক্ষ, ইসলামী ব্যাংক বাগেরহাট শাখার ব্যবস্থাপক, বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকের বাগেরহাট শাখার ব্যবস্থাপক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা, বিদেশ ফেরত ও বিদেশে গমন ইচ্ছুক বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়। সভায় বিদেশ গমন ইচ্ছুকদের ভিডিও ডকুমেন্টারি দেখানোর মাধ্যমে সতর্কতা ও স্বচ্ছতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভার শেষে বিদেশ থেকে সর্বোচ্চ রেভিডেন্স পাঠানো ব্যক্তি ও রেভিডেন্স এর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হয়। এর আগে একটি রেলী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। এছাড়া জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলায় মোট ১৪ টি স্টল রয়েছে যেখানে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সতর্কতা ও প্রশিক্ষণের ব্যাপারে বিস্তারিত জানানো হচ্ছে। জেলা প্রশাসন এর আয়োজন করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত