বাগেরহাট অফিস : বাগেরহাটে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্র ঘোষিত বাগেরহাট সদর উপজেলার কর্মসূচি বাস্তবায়নকারী দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের নেতৃত্বে শনিবার সকাল ১০টায় খানজাহান আলী মাজারের পুরাতন মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা আহবায়ক কমিটির সদস্য সাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, জাহিদুল ইসলাম শান্ত, সাহিদা আক্তার, নার্গিস আক্তার ইভা, মোঃ আমিনুর, আইউব আলী মোল্লা বাবু, আলী সাদ্দাম দ্বীপ, সরদার জসিম উদ্দিন, ওমর আলী মুন্না, সাদ্দাম হোসেন, হাবিবুল্লা ওয়াহেদ, নাসির উদ্দিন, বাপ্পি আহম্মেদ বাবু, তাসলিমা বেগম, আসাদুল ইসলাম সৌদি, মো. মাছুম, আব্দুল হাকিম প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, এই সরকার জনগণের সাথে না পেরে পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করাচ্ছে। অবস্থান কর্মসূচি বানচাল করার জন্য বাগেরহাট পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে-বাড়িতে তল্লাশির নামে হয়রানি করছে। রাজপথে নামতে বাঁধা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারন মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে আমরা রাজ পথে থাকবো হামলা মামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবেনা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত