
বাগেরহাট অফিস : বাগেরহাটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম, মোঃ আতাউর রমান, আঞ্জন কুমার দাসসহ আইডিইবি জেলা সভাপতি খন্দকার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং কাউন্সিলর কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রকৌশল বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, এসএসসি (ভাক) হাইস্কুলে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, মেরীন একাডেমীতে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ এবং পলিটেকনিক ছাত্র ও সদস্য প্রকৌশলী শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট বাস্তবায়নের দাবি জানান বক্তারা। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দফা দাবি বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক। এটা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলার সদস্যবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

