জন্মভূমি ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে আমরা আইএমটি, সাথে চাই সচেতন প্রতিবেশী শ্লোগান নিয়ে বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী (আইএমটি)র আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে বর্নাঢ্য র্যালী আলোচনা সভা করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় আইএমটির অধ্যক্ষ মোঃ জিয়াউল হকের নেতৃত্বে ইনস্টিটিউটের সকল প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের অংশ গ্রহনে ব্যান্ড দল নিয়ে ডেঙ্গু সচেতনতায় বাগেরহাট-পিরোজপুর সড়কে র্যালী করা হয়। র্যালীতে অতিথি হিসাবে যোগদান করেন স্থানীয় বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর। পরে ইনস্টিটিউট সম্মেলন কক্ষে সম্প্রতি মহামারী আকারে ধারন করা মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে করনীয় বিষয়ে পরামর্শমুলক আলোচনা সভা হয়। অধ্যক্ষ মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন আইএমটির একাডেমিক ইনচার্জ মোঃ মাজহারুল হাসান খান, ইনস্ট্রাকটর মোঃ শহীদুল ইসলাম, মোঃ হাসান মিয়া, মোঃ আব্দুল ওয়াদুদ ও মোঃ আব্দুর রশিদ, পেটি অফিসার মোঃ আলাউদ্দিন এবং হোস্টেল সুপার মোঃ জুয়েল রানা প্রমুখ। আলোচনা সভায় আইএমটির অধ্যক্ষ সকলের উদ্দেশ্যে বলেন মশার প্রজনন স্থানগুলি সনাক্ত করে তা পরিস্কার রাখাই ডেঙ্গুর আক্রমন থেকে রক্ষা পাওয়ার এক মাত্র উপায়। তাই আমরা স্ব-স্ব ভাবে একটু সচেতন হলে মশাবাহিত এ ডেঙ্গু রোগ সংক্রমন থেকে রক্ষা পেতে পারি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত