
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে পিস্তল সহ প্রদিপ কর্মকার (৩৫) নামে আন্তঃ জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। ৭ মে (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে গোয়ালমাঠ এলাকার প্রদিপ কর্মকারের বাড়ী অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত একটিতুরস্কের তৈরি পিস্তল,এক রাউন্ড গুলি,একটি সেলাই রেঞ্জ এবং লুন্ঠিত ০১টি সোনার চেইন ও ১ টি আংটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। আটকপ্রদিপ কর্মকার কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার অমরি কর্মকারের ছেলে।
রবিবার (৭ মে) বেলা আড়াইটার দিকে জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্যনিশ্চিত করেছেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম জানান,গত সপ্তাহে বরগুনা থেকে ডাকাতি মামলায় সন্দিহান ভাবে আটক সোহেলকেআদালতে সোপর্দ করলে আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জর করে।রিমান্ডে দেওয়া শিকার উক্তিতে আসামি প্রদিপ কর্মকারকে গ্রেফতার করা হয়েছে।
সম্মেলনে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলা শহরে কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।