
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময়, বাগেহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, সাংবাদিক আবু সাইদ শুনু, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, ফকির হাসান আলী, এসএস শোহান, আব্দুল্লাহ আর ইমরানসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। দুস্থ নারীদের সাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

