
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোংলায় ধানবোঝাই নছিমন উল্টে চালকসহ দু’জন নিহত হয়েছে। এ সময় আরও দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দু’জন হলেন - মোংলা উপজেলার সোনাইলতলার ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) এবং খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দ্রুত গতিতে আসা একটি ট্রলি গাড়ি(নসিমন) গতরাতে মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তূপ করে রাখা পাথরের ওপর উঠিয়ে দেয়। এ সময় ট্রলিটি উল্টে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।
পরে মোংলায় হাসপাতালে আনার সময় আরও একজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত