জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটে আড়স্বরপূর্ণ আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (০১ জানুয়ারি) দুপুর ১২ টায় শহরের বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বই উৎসব-২০২৪ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। এসময়, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা শিক্ষা অফিসার মোঃ ছায়েদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হালদারসহ শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিগণ। এর আগে সকালে শহরের বাসাবাটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিগণ। বছরের প্রথম দিন নতুন বইয়ের মিষ্টি গন্ধে মুখরিত হয়ে উঠে শিক্ষাঙ্গনগুলো। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে আনন্দিত।
এদিন বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ ৩৫ হাজার ৩৬০টি বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকে ৭ লক্ষ ২৭ হাজার ৩৫৯টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৬ লক্ষ ৮ হাজার ১টি বই বিতরণ করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে ২১ লক্ষ ৫১ হাজার ৭৭৮ টি বইয়ের চাহিদা ছিল, সে অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা চাহিদার ৭৫ শতাংশ বই পেয়েছেন।
জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন জানান, ২০২৪ সালে বাগেরহাটের ৯ টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একযোগে বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও খুশি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।