ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়িয়া এলাকায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে কথা রানী পোদ্দার নামে চার বছরের এক শিশুকন্যা মারা গেছে।
কথা রানী পোদ্দার নড়াইল জেলার নড়াগাতীর ডুককুড়ো গ্রামের কমলেম পোদ্দারের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কথা রানী অন্য শিশুদের সাথে মামাবাড়ির উঠানে খেলছিল। খেলার এক সময় হঠাৎ করে শিশুটি বাড়ির উঠানের পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।