
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোংলা ও মোল্লাহাট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক পথচারী এবং সকালে মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের একজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
বাগেরহাট জেলা পুলিশ জানায়, দুপুরে খুলনার রূপসা থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দিগরাজ বাজার কলেজ রোডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক পথচারী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় জনতা বাসটিকে আটক পুলিশে হেফাজতে দেয়।
অপরদিকে, সকালে মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর নামের বাইসাইকেল চালক এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ইটভাটা শ্রমিক ঠাকুরের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।

