
বাগেরহাট অফিস : বাগেরহাটে ধানকাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় অন্ত:সত্ত্বা গৃহবধূসহ দুইজন আহত হয়ে বাগেরহাট শেখ নাসের ২৫০ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে এবারত শিকদার বাদী হয়ে বাগেরহাট মডেল থনায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে একটি অভিযোগ দিযেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, বাগেরহাট সদর উপজেলা দেপাড়া গ্রামের এবারত শিকদারের বাড়ির দক্ষিণ পাশের তার একটি সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে কয়েকজন প্রতিপক্ষ বসবাস শুরু করে। এতে বাধা দিলে প্রতিপক্ষরা এবারতের পরিবারের প্রতি চরম ক্ষিপ্ত হয়। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে এবারত ও তার পুত্র বাড়ির দক্ষিণপাশে ধান কাটতে গেলে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ ইয়াসিন পাইক, মিনু, ইদ্রীস, আসাদ, আসলাম, আ: রবসহ প্রতিপক্ষরা রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় এবারত ও ইসরাফিলের চিৎকারে এবারতের স্ত্রী নাসিমা বেগম ও কন্যা ৫ মাসের অন্ত:সত্বা শাকিলা আক্তার এসে বাধা দিলে নাসিমাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় প্রতিবেশিরা এসে তাদেরকে আহত অবস্থায় উদ্বার করে বাগেরহাট হাসপাতালে ভর্তি করে। গুরুত্বর আহত নাসিমা ও শাকিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ ইসরাফিল বলেন, যারা আমার মা ও অসুস্থ বোনকে এভাবে কুপিয়ে আহত করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

