বাগেরহাট অফিস : বাগেরহাটে পরিকল্পিতভাবে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে(২৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে চার বখাটের বিরুদ্ধে। গত সোমবার ইফতারীর পূর্ব মুহুর্তে রামপাল উপজেলার মাদার দিয়া গ্রামে গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তারা বাড়িতে একা পেয়ে গৃহবধূর উপর ধর্ষণ চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে বখাটেরা গৃহবধূকে মারপিট করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূ রামপাল উপজেলার মাদার দিয়া গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।
ভুক্তভোগী তার অভিযোগ জানান, সোমবার ইফতারীর পূর্ব মুহুর্তে বাড়িতে একা ছিলাম এবং ইফতারী প্রস্তুত করতে ছিলাম। এ সময় হঠাৎ করে আমাদের পাশ^বর্তী মাদার দিয়া গ্রামের মোবারক, সাব্বির, রায়হান ও সজিব আমার ঘরে ঢুকে পড়ে। তারা আমার বাড়িতে কেউ না থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করতে চায়। আমি তাদেরকে হাত-পা ধরে বলেছি আমি রোজাদার আমাকে তোমরা সর্বনাশ করো না। তারা আমার কোন কথা না শুনে আমার সাথে জোরাজুরি করতে থাকে ও শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয়। তাদের জোরাজুরিতে আমার পরনের কাপড় ছিড়ে যায়। আমাকে ধর্ষণ করতে না পারলেও আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। একপর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও অজ্ঞান অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুদ্দীন বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগণ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত