বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিকাশ রিটেইলারের টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষী গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরো একজনপালিয়ে যায়। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সদর থানার কারাপাড়া পল্লী মঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়াসেল রবিবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানায়, বাগেরহাট দশানী মোড়ের বিকাশ রিটেইলাররমজান (২৫) প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে দোকানে থাকা নগদ ৭ লক্ষ টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে কাড়াপাড়াইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর আলীমের বসত-বাড়ীতে সামনে পৌছালে পূর্ব থেকে উৎ পেতে থাকা ছিনতাইকারী প্রসাদ সরদার(৩২) কারারক্ষীনং-৪২৬০০ ও মনিরুল ইসলাম(৩০) কারারক্ষী নং-৪২৮১১ এবং অজ্ঞাত নামক একজন রমজানের কাছে টাকা নগদ ৭ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েযাওয়ার পথে ০১ নং আসামী প্রসাদ সরদারকে ঝাপটে ধরে রাখে ভুক্তভোগী রমজান এবং ২ নং আসামীকে তাৎক্ষনিকভাবে পুলিশি অভিযানে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদ্বয় বাগেরহাট জেলা কারাগারে কর্মরত রয়েছে বলেও জানায় মিডিয়া সেল। অপর অজ্ঞাতনামা ছিনতাইকারীকেগ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতার প্রসাদ সরদার যশোরের কেশবপুর উপজেলার ছোট পাঁচড়া গ্রামের আছির সরদারের ছেলে ওমনিরুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকির পাড়া গ্রামের হেলাল হাওলাদারের ছেলে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় মিডিয়া সেল।