
বাগেরহাট অফিস : বাগেরহাটে সমাজের বিভিন্ন পেশা ভিত্তিক নারী পুরুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ। প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: হাফিজ আল আসাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাশ, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, ফরিদা আক্তার বানু লুচি, জাহানারা খাতুন, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী। মতবিনিময় সভাপরিচালনা করেন মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক হেনা চৌধরী।