বাগেরহাট অফিস : বাগেরহাটে বাস টার্মিনাল এলাকায় যাত্রি , শ্রমিক ও সাধারন পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বাগেরহাট আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকীর তত্ত¦াবধায়নে ও বাবু মনির পরিচালনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকী জানান, বাগেরহাটে তীব্র তাপদাহের কারণে পথচারি, শ্রমিক ও যাত্রী সাধারণ যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্য সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে।
চল্লিশ বছরের রিক্সা চালক তোতা মিয়া বলেন, এই তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানির সাথে স্যালাইন, আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন অমৃত।
তালুকদার পবিবহনের খুলনাগামী যাত্রী মোর্শেদা আক্তার বলেন, তীব্র তাপদাহে এমপি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারণ মানুষ উপকৃত হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত