বাগেরহাট অফিস : বাগেরহাটে বিষপান করে আবু হাসান গাজী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বাবার উপর রাগ করে বিষপান করলে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। নিহত আবু হাসান গাজী বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মোঃ মতিয়ার রহমান গাজীর ছেলে। সে বাবার বাড়ির পাশেই তার নানা বাড়িতে থাকত।
স্থানীয়রা জানান, আবু হাসান গাজী‘র বাবার একাধিক বিয়ে রয়েছে। যার কারণে সে তার নানা বাড়িতে থাকত। সকালে আবু হাসান গাজী বাড়ি করার জন্য তার বাবার কাছে জমি দাবি করেন। তার বাবা দিতে অস্বীকৃতি জানালে সে বাগানে গিয়ে বিষপানে আত্মহত্যা করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। সে কীটনাশক জাতীয় পদার্থ খেয়েছিল। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত