বাগেরহাট অফিস : বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস নাম মৌলিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে গ্রন্থের লেখক বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ানউল হক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এড. মীর শওকত আলী বাদশা, ইতিহাসবিদ অধ্যক্ষ মাজহারুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবিরসহ জেলার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে “বৃহত্তর খুলনার ইতিহাস” বইটি প্রদান করা হয়।
বৃহত্তর খুলনার ইতিহাস নামক এই গ্রন্থে ১৮টি অধ্যায় এবং ৮৪৮টি পৃষ্ঠা রয়েছে। এক হাজার ৭শ’ টাকা মূল্যের এই বইয়ে বৃহত্তর খুলনায় মধ্যযুগীয় শাসকদের শাসন, হিন্দু রাজ্যশক্তি, খুলনার তিন মহাকুমার বিভিন্ন ইতিহাস, সুন্দরবনের ইতিহাস ও তথ্য, বিভিন্ন সময়ে থাকা সংসদ সদস্যদের তালিকা, অর্থনৈতিক অবস্থা, জনপদ, সমাজ ও সংস্কৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।এই বইটিতে বৃহত্তর খুলনার বেশকিছু গুরুত্বপূর্ণ মৌলিক তথ্য রয়েছে। বইটি পড়লে পাঠকরা খুলনার অজানা ইতিহাস জানতে পারবেন বলে দাবি লেখকের।
বইটির লেখক মোহাম্মদ রেজওয়ানউল হকের পূর্বপুরুষদের বসবাস ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামে। ১৯৮৪ সালে বাগেরহাট মহাকুমা থেকে যখন জেলায় রুপান্তরিত হয়, তখন তিনি এখানে জেলা প্রশাসক ছিলেন। ১৯৪০ সালে জন্ম নেওয়া মোহাম্মদ রেজওয়ানউল হক তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যে বিবর্তিত বাগেরহাট একটি জনপ্রিয় বই।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত