
চুলকাটি প্রতিনিধি : বাগেরহাটের চুলকাটিতে ভট্ট কনকপুর সিদ্দীকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত ৮ টায় মাদরাসা কর্তৃক আয়োজিত বাগেরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠনে মাদরাসার ৩ শতাধিক ছাত্র কোরআন খতম শেষে দোয়া করে। দোয়া পরিচালনা করেন উক্ত মাদরাসার মোহতামিম ও প্রধান শিক্ষক হাফেজ মাওঃ আলী আহমাদ (দাঃ বাঃ) দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন শিক্ষকবৃন্দ কর্মচারী ৩ শতাধিক ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের মোহতামিম হাফেজ মাওঃ আলী আহমাদ (দাঃ বাঃ) এর সঞ্চালনায় উক্ত দোয়াও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং রাখালগাছি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী, বিশেষ অতিথি ছিলেন শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক শেখ আসাদুজ্জামান সোবহান।