
বাগেরহাট অফিস : ক্ষতিকর রং মিশিয়ে ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে ক্ষতিকর রং মিশিয়ে ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ওই বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ২০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।