মোল্লা আব্দুর রব, বাগেরহাট : বাগেরহাটে মহিলা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট জনবল নিয়োগে প্রভাব বিস্তার ও ব্যাপক অনিয়ামের অভিযোগ পাওয়া গেছে।এব্যাপারে প্রতিকার চেয়ে আউট সোসিং পদ্বদিতে নিয়েজিত কর্মচারীসহ এলাকাবাসী,স্থানীয় দ্ ুইউপি চেয়ারম্যান ও বাগেরহাট ৪ আসনের সাংসদ সদস্য এ্যাড: আমিরুল আলম মিলনের সুপারিশ যুক্ত সাত পৃষ্টা গন স্বাক্ষরকৃত অভিযোগ মহিলা ও শিশু বিষক মন্ত্রানালয়ের সচিব মহা-পরিচালকসহ বাগেরহাট জেলা প্রশাসক এর দপ্তরে দিয়েছেন। উক্ত অভিযোগে জানাগেছে, বাগেরহাটের মোড়েলগজ্ঞের তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটে আউট সোসিং পদ্বদিতে কোম্পানির মাধ্যমে বিভিন্ন পদে গত ৩০ জুন ২০২৩ কোম্পানির মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রানালয়ের আদেশক্রমে নতুন দরপত্রের আহব্বান করা হয়।তাতে ঢাকার গফফার সিকিউরিটি সাভিস লি: এক বছরের জন্য কাজটিপায়। চুক্তিপত্রে শর্তনুযায়ী ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।এদিকে গফফার সিকিউরিটি সাভিস কার্যাদেশ পাওয়ার পর চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানের ফিসারিজ কর্মি সোহাগ মোল্লা ও নিরাপত্তা প্রহরী লোকমান হাওলাদারকে সিকিউরিটি সাভিস এর ঢাকায় অফিসে ডেকে নিয়ে কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটে স্থায়ী নিয়োগের কথা বলে ইচ্ছুক চাকুরী প্রার্থীদের কাছ থেকে জন প্রতি দেড়লক্ষ টাকা উৎকোস নিয়ে সিকিউরিটি সাভিসে পাঠানোর জন্য বলেন। সোহাগ ও লোকমান এই প্রস্তাবে রাজী না হওয়ায় সিকিউরিটি সাভিস তাদেরকে নতুন নিয়োগে বাদ দেওয়ার হুমকী দেন এবং তুলাতলার বিতর্কিত কবির হোসেনকেএই গুরু দায়ীত্ব অর্পন করে। দায়ীত্ব পাওয়ার কবির হোসেন একাধিক ব্যাক্তির কাছ থেকে চাকুরীর কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন টাকা চাড়া গাফ্ফার সিকিউরিটি সাভিসে কোনো চাকুরী হবেনা বলে অভিযোগে উল্লেখ করেন।সোহাগ ও লোকমান বলেন,আমরা দীর্ঘ দিন এখানে চাকুরী করছি কিন্তু কোম্পানীর ঘুষের টাকা দিতে না পারায় আমাদের চাকুরী দিবেনা বলে কোম্পানীর লোকজন হুমকী ও তাদের নিয়োগকৃত দালাল কবির জানিয়ে দিয়েছেন এঘটনাকে কেন্দ করে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহিলা কৃষি ইনস্টিটিউট এর অফিসার ইনচার্জ ড, মোহা: মোকলেসুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, প্রতিষ্ঠানে আউট সোসিং পদ্বদিতে নিয়েজিত কর্মচারীদের মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় মন্ত্রানালয়ের নির্দেশনানুযায়ী টেন্ডারের মাধ্যমে গফফার সিকিউরিটি সাভিস লি: কে এক বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়। শর্ত অনুযায়ী সিকিউরিটি সাভিস যাদেরকে নিয়োগ দিবে তাদের কোনো আবেদন অদ্যবদী জমা দেন নাই। তাছাড়া মহিলা ও শিশু বিষক মন্ত্রানালয়ের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে গফফার সিকিউরিটি সাভিস লি: এর কাগজপত্রাদি যাছাই বাছাই এর জন্য পাঠানো হলে ওই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায় গফ্ফার সিকিউরিটি সাভিসের লাইসেন্সটি অত্র দপ্তর থেকে ইস্যুকৃত নয় জালিয়াতী করে দরপত্রে অংশ গ্রহন করেছে।কবির দালালের মাধ্যমে এক বছরের নিয়োগের কথা বলে জনপ্রতি দেড় দুই লক্ষ টাকা করে হাতিয়ে নিয়েছেন। কোম্পানীর এই অনিয়াম ও অনৈতিক কর্মকান্ডে প্রতিষ্ঠান একমত হতে না পারায় আমার বিরুদ্বে উর্ধতন কতৃপক্ষের কাছে ভুয়া অভিযোগ দিয়ে বিভিন্ন ভাবে আমার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে।এমনকি আমাকে এখান থেকে বদলী করে দেওয়ার জন্য কয়েক বার শাসিয়েছেন।এবিয়যে জানতে চাওয়া হলে গফফার সিকিউরিটি সাভিস লি: এর প্রধান আ: গফ্ফার সকল অভিযোগ অস্বিকার করে বলেন,আমি কাকে নিয়োগ দিবো না দিবে সেটা আমার ব্যাপার কিন্তু প্রতিষ্ঠান প্রধান মোকলেসুর রহমান ক্ষমতার অপ প্রয়োগ করে আমার পাঠানো লোকজনদের নিয়োগ দেননি তবে আমি ও এর শেষ দেখব্।ো এঘনাকে কেন্দ্র করে এলাকায় দুটি পক্ষের মধ্যে যে কোনো সময় আইন শৃংখলার অবনতিসহ অনাকাংখিত পরস্থিতির সৃষ্টি হতে পারে বলে এলাকার সচেতন মহল আশংকা প্রকাশ করছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত