
জন্মভূমি রিপোর্ট : কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধারা । বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব, সাধনার মোড়, রেলরোড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শেষে বাগেরহাটর জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিলে, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা, বীর মুক্তিযোদ্ধা শওকাত হোসেন, নকীব সিরাজুল হকসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাব পড়েনি বাগেরহাটে। জেলার কোথাও আন্দোলনকারীদের কোন কর্মসূচী দেখা যায়নি। তবে বাগেরহাট থেকে দুপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।