বাগেরহাট অফিস : বাগেরহাটে মোংলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৬ যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে মোংলা উপজেলার দিগরাজ বাজারের তিনটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরির অপরাধে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। এসময়, র্যা ব-৬ এর সদর কোম্পানির কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ভাই ভাই ঘোষ ডেয়ারীকে ৭ হাজার টাকা, আদি ঘোষ ডেয়ারীকে ১০ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত