জন্মভূমি রিপোর্ট
বাগেরহাট জেলার সদর থানাধীন বারাকপুর এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
সূত্র জানিয়েছেন, দীর্ঘদিন যাবত লাইসেন্স না থাকা সত্তে¡ও সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি পন্য বিপণন করছে এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ন কীটনাশক মজুদ করার অপরাধে
বাগেরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব-৬ এর সমন্বয়ে একটি অভিযানিক দল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। বারাকপুর এলাকায় মেসার্স জামান কৃষি বিতানকে লাইসেন্সবিহীন ৫৬০ লিটার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা মজুদ রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) এর (ক) (ঘ) (ঙ) ও (চ) ধারায় প্র্রতষ্ঠানের স্বত্তাধীকারী মো. আল আমিন শেখকে এই জরিমানা করা হয়।
পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঘটনাস্থলে ধ্বংস না করে স্ব-স্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বান্ধব উপায়ে ধ্বংস করার জন্য ফেরত পাঠানোর নির্দেশনা প্র্রদান করা হয়।
বাগেরহাটে র্যাবের ভ্রাম্যমান আদালত: ৪০ হাজার টাকা জরিমানা
Leave a comment