বাগেরহাট অফিস : বাগেরহাটে জাতীয়করণের ১০ বছর পূর্তিতে, জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে প্রদানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে বাগেরহাট রেলরোডস্থ শুভেচ্ছা শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সহসভাপতি তালুকদার ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারণ অর রশিদ, শিক্ষক নেতা মো: জাকির হোসেন, চিত্ত রঞ্জন সাহা, মো: রোজাউল করিম, ইব্রাহিম হোসেন, সৈয়দ নেওয়াজ প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে সারা দেশে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। একমাত্র আওয়ামী লীগ সরকারই সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কাজ করে। যার কারনে শিক্ষায় দেশ আরো এগিয়ে যাচ্ছে। প্রদানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত