বাগেরহাট অফিস : বাগেরহাট-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজয় ভট্টাচার্য (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের করহরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় ভট্টাচার্জ বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্জের ছেলে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাজাহান সিরাজ জানান, সংবাদ পেয়ে আমরা বাগেরহাট-খুলনা মহাসড়কে করহরী এলাকায় সড়কের পাশ থেকে মহদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
বাগেরহাট আন্তঃজেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান, ঘটনার পরপর বাগেরহাট-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে মালিক সমিতি ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান জানান, অজয় ভট্টাচার্জ বাড়ি থেকে সিএন্ডবি বাজারে আসার পথে অজ্ঞত পরিচয়ের পরিবহন পিছন থেকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই অজয় নিহত হয়।মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। পরিবহনটি শনান্তের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত