বাগেরহাট অফিস : বিএনপি জামাত কর্তৃক দেশ ব্যাপী আগুন সন্ত্রাস, হরতাল ও নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা ও কচুয়া বাগেরহাট এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৪ টায় বাগেরহাট সদর উপজেলার দেপারা, মুক্ষাইট গোটা পাড়ার প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে বিক্ষোভ মিছিলটি দেপাড়া আওয়ামী লীগ অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা, সভাই সভাপতিত্ব করেন সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কচুয়া উপজেলা আহবায়ক শেখ ফারক হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মোঃ শাহীন হালদার, যুগ্ম আহবায়ক সামিম হোসেন বাবু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কচুয়া উপজেলার সদস্য সচিব আক্কাস উদ্দিন, এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সহ সভাপতি কমলেশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি, সদস্য খান মেবতা হোসেন, গোটাপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সোহাগ রানা উপজেলা সন্তান কমান্ডের নেতা মোঃ রেজোয়ান প্রমুখ । সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধা সন্তানদের ও স্বাধীনতার স্বপক্ষ সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত