বাগেরহাট অফিস
বাগেরহাটে হাফিজুর রহমান ওরফে শিপন (২৯) নামের এক চুরি মামলার আসামী হাজত খানার সামনে থেকে পালিয়েছেন। রবিবার (২৫ এপ্রিল) বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। পলাতক হাফিজুর রহমানকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
পলাতক হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খা‘র ছেলে। ১লা মার্চের একটি চুরির মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার দেখায় পুলিশ। ওই চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে একদিনের রিমান্ডে নিয়েছিল মোংলা থানা পুলিশ। এর আগে ইয়াবাসহ হাফিজুর রহমানকে আটক করেছিল মোংলা থানা পুলিশ। হাফিজুর রহমানের নামে বিভিন্ন আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, একদিনের রিমান্ড শেষে হাফিজুর রহমানকে হাজত খানায় প্রবেশের সময় তার হাতকড়া খোলার সময় সে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে হাফিজুর রহমানকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।