জন্মভূমি রিপোর্ট : বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে ৫ হাজার নেতাকর্মী ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে বাগেরহাট খানজাহান আলী মাজার সংলগ্ন মাঠে ঈদের উপর সামগ্রী বিতরণ করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এসময়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন। ঈদ সামগ্রী বিতরণ শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তরুণ এই সংসসদ সদস্য। পরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে পৌরসভা ৯টি ওয়ার্ডের সহস্রাধীক মানুষের মাঝে ঈদের উপর সামগ্রী তুলে দেন। সকলকে ঈদের শুভেচ্ছা প্রদান করেন তিনি।