বাগেরহাট অফিস : বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ৮জন রত্নাগর্ভা মা, ২০জন প্রবীণ সদস্য ও ২০জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে । শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে এসব রত্নাগর্ভা মা, প্রবীণ সদস্য ও মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।
মেধাবী সন্তানদের মা হিসেবে সম্মাননাপ্রাপ্ত বাগেরহাটের এই ৮জন রত্নাগর্ভা মা’রা হলেন, সুফিয়া বেগম, নিভা রানী সরকার, সৈয়াদা নূরুর নাহার, তাসলিমা রহমান, ফাতেমা বেগম, হাফিজা খানম, সবিতা শিকদার ও শিখা বিশ^াস। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২০জন প্রবীণ সদস্য ও সদস্যদের মেধাবী ২০জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাগেরহাট জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানে মধ্যে বক্তব্য রাখেন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ড. শেখ আবু রেজা, প্রবীণ শিক্ষাবীদ অধ্যাপক মোজাফর হোসেন, বাগেরহাট সকরকারী পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সুকন্ঠ কুমার মন্ডল, ডা. রিয়াদুজ্জামান। অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার বার্ষিক প্রতিবেদন পেশ করেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ।
বাগেরহাটে ৮ রত্নাগর্ভা মাকে সম্মাননা প্রদান

Leave a comment