
জন্মভূমি রিপোর্ট : বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় শনিবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার।
প্রেস ক্লাবের সাধারণ স¤পাদক আজাদ রশীদীর সঞ্চালনায় আলোচনা করেন বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম স¤পাদক এস এম মাহামুদ হাসান, অর্থ স¤পাদক তানভীর আহমেদ সোহেল, কার্যনির্বাহী সদস্য এ কে আসাদ, খান মাহবুবুর রহমান বাদল, মেহেদী হোসেন, শেখ ইকবাল হোসেন প্রমুখ। সভাপতি মাসুম হাওলাদার বলেন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের বিগত বছরে সাংগঠনিকভাবে অসাধারণ একটি সেশন পার করেছে। আশা রাখি আগামীতেও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ তাদের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও লেখনী শক্তির এই ধারা অব্যাহত রাখবে। সভায় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন মূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত