মিজানুর রহমান, মোরেলগঞ্জ ( বাগেরহাট) :বাগেরহাটের মোরেলগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মোরেলগঞ্জ থানা গেল আগষ্ট মাসে বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ হয়েছে। গত এক মাস থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ৫০ পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে। মামলা রেকর্ড করা হয়েছে ১০টি।
এ ছাড়াও থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছে ১৫০ জন। এমন তৎপরতায় জেলার ৯টি থানার মধ্যে মোরেলগঞ্জ থানা আগষ্ট মাসের মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ হয়েছে।
এ সাফল্যের জন্য বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানের হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন। একই মূল্যায়ন সভায় মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশর অন্যান্য কর্মকর্তারা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত