
বাগেরহাট প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২,১২,২৪) তারিখ সকাল ১০টায় থানার মোড় বাগেরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে
এ সভা অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির আহবায়ক জননেতা ইজ্ঞিনিয়র এটি এম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে ও সদস্য সচীব মোজাফ্ফর রহমান আলমের সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ শমশের আলী মোহন,আহবায়ক কমিটির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু,ডা: হাবিবুর রহমান পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন,সদস্য সচীব সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েল,জেলা তাতীদলের সম্পাদক মো: জিল্লুর রহমান,বাগেরহাট উপজেলা বিএনপি নেতা মো: ফিরোজ হোসেন,মো: বাবলু,শ্রমিকদল নেতা এস কে সুমন সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।সভায় সমাপনির বক্তৃতায় সভাপতি ইজ্ঞিনিয়র এটি এম আকরাম হোসেন তালিম বলেন, মহান বিজয় দিবসকে যথাযথ ভাবে পালন করার জন্য জেলা,পৌর ও উপজেলা বিএনপির সাংগঠনিক ইউনিট গুলোকে করতে নির্দেশ দেন। সাথে সাথে তিনি দেশ নায়ক তারেক রহমান এর ৩১ দফা সংস্কার কর্মসুচী সকল নেতা কর্মি ও জনসাধারনের মধ্যে ব্যাপক ভাবে প্রচারের জন্য আহব্বান জানান।তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক দীর্ঘদিন ধরে সহাবস্থান করে আসছে,দলের পরিচয় দিয়ে কারো প্রতি বৈশম্য মুলক আচারন করলে তাদেরকে সাংগঠনিক ও প্রশাসনিক ভাবে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হবে। সভায় মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়।