বাগেরহাট অফিস : বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওতকত আলী বাদশা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, আজমল হোসেন, ইসরাত জাহান, আহাদ হায়দার, মোঃ দেলোয়ার হোসেন, মোল্লা আব্দুর রব, মো: কামরুজ্জামান, সাংবাদিক মো: ইয়ামিন আলী, শওকাত আলী বাবু, নকিব সিরাজুল হক, এস মে সামছুর রহমান, তরফদার রবিউল ইসলাম, এস এম রাজ, মোল্লা মাসুদুল হক, এস এম সোহান, আবদুল্লাহ ইমরান, মামুন আহম্মেদ, সুমন খান, হেদায়েত হোসেন লিটন, শেখ আসাদুজ্জামান, সৈয়দ শওকাত হোসেন, মো: রাজিব আহসান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও আলোচনা সভায় প্রয়াত পরিবারের সদস্যসহ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত