
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের একসময়ের খুলনা এবং যশোর ব্যুরো চিফ রেজাউল করিম রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
আজ (১৪ জানুয়ারি ) সকালে বাগেরহাটের বারুইপাড়া গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং বাড়িতেই শয্যাশায়ী ছিলেন।
রেজাউল করিম রেজা চার দশকেরও বেশি সময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ সর্ব¯তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত