মোল্লা আব্দুর রব, বাগেরহাট : বাগেরহাট প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন বজায় রেখে দলমত নির্বিশেষে পেশাগত জায়গা থেকে ন্যায় সঙ্গত ভাবে সমাজে অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করতে হবে। বাগেরহাট প্রেস ক্লাবের বিশেষ সাধারন সভায় বক্তারা একথা বলেন। গতকাল সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সমাপনি বক্তৃতায় তিনি বলেন, বাগেরহাট প্রেস ক্লাবের সদস্যদের গুনগত পরিবর্তন,দক্ষতা বৃদ্বি ও লেখার মানোন্নয়নে বেশ কিছু সংস্কারসহ ক্লাবকে ঢেলে সাজানো হবে।প্রেস ক্লাবের দীর্ঘ দিনের ঝঞ্জালকে সংস্কারসহ পরিচন্ন করে ফেলতে হবে
।প্রেস ক্লাব অরাজনৈতিক,অসাম্প্রদায়িক,সেবা মুলক একটি সার্বজনীন প্রতিষ্ঠান এখানে মতভেদও বৈশম্য থাকার কোনো সুযোগ নেই।সামাজিক দায়বদ্বতার জায়গা থেকে সদস্যদের সুরক্ষা,পেশাগত স্বার্থরক্ষাসহ এটাকে সার্বজনীন প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরে অতিতের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এসময় অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশাররফ হোসাইন,শেখ হেমায়েত হোসেন,শেখ আহসানুল করিম,শেখ দেলোয়ার হোসেন, কোষাধক্ষ প্রভাসক ম্সাুদুল হক,ইয়ামিন আলী, সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,মোয়াজ্জেম হোসেন মজনু, সাবেক সম্পাদক মো: কামরুজ্জামান,এম আকবর টুটুল,সাংবাদিক শওকাত আলী আশরাফী,তরফদার রবিউল ইসলাম,এস এম রাজ,এস এম সামছুর রহমান,আবু সাইদ শুনু,মো: আরিফুল ইসলাম আকুঞ্জী,শেখ আবু সাঈদ,হেদায়েত হোসেন লিটন,খন্দকার আকমল উদ্দিন সাকি,এস এম সোহান,শেখ আবদুল্লাহ ইমরান,সৈয়দ শওকাত হোসেন,আমিরুল ইসলাম বাবু,আল আমিন খান সুমন ,সোহের রানা বাবু ,মামুন আহম্মেদ,মো: সোহাগ হাওলাদার প্রমুখ। সভায় বক্তরা গঠনতন্ত্রের ১০, ও ১৩ ধারা সংসোধনীসহ প্রেস ক্লাবের উন্নয়ন,আগামী ৩১ শে ডিসেম্বর ২৪ তারিখ এর মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন ও বেশ কিছু সংস্কারের বিষয়ে বিভিন্ন সিদ্বান্ত গৃহিত হয়।দীর্ঘ দিন পরে সাধারন সভায় সকলে উম্মুত্ত কথা বলার সুযোগ প্রদানের জন্য ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত সাধারন সদস্যরা।
বাগেরহাট প্রেস ক্লাবের বিশেষ সাধারন সভা
Leave a comment