
চিতলমারী প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে শেখ হেলাল উদ্দীন ২১৯৯৩৯ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের আট শতাংশের বেশী ভোট পেতে হবে। এর নিচে পেলে তিনি জামানত হারাবেন।
বাগেরহাট-১ আসনে জামানত হারচ্ছেন যারা তারা হলেন, বাংলাদেশ কংগ্রেসের এইচ, এম আতাউর রহমান আতিকী, এনপিপির বাসুদেব গুহ, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান, বিএনএম’র মোঃ মঞ্জুর হোসেন শিকদার ও তৃণমুল বিএনপি’র মোঃ মাহফুজুর রহমান।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। জামানত হারাচ্ছেন ৫জন প্রর্থী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তারা সবাই কাস্টিং ভোটের আট শতাংশের কম ভোট পেয়েছেন।