
বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রামপালের সন্তান ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ শনিবার বিকেলে রামপাল উপজেলার কাদিরখোলা, বুজবুনিয়া, কালেখারবেড়, দিঘীর পাড়, তালতলা, জিরো পয়েন্ট, গোনাই বেলাইসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে ও পথসভায় তার সাথে উপস্থিত ছিলেন প্রফেসর মাখন লাল সরকার, বদরুদ্দোজা মোল্লা, নিখিল চৌধুরী, জালিনুর হাজরা, দীপংকর রায়, অসিত মন্ডল, বীবেক অধিকারী, তপন রায়, সুব্রত রায়, তরুন মন্ডল, শেখর রায়, বিবেক রায়, সুব্রত অধিকারী, শেখ ফজলুর রহমান, গোলাম আজম, গোলাম মোস্তফা, আসলাম শেখ, জিল্লুর রহমান, জিয়া শেখ, নাহিদ হিরু, রয়েল গোলদার, জাহিদ শেখ, খান রিপন, শেখ কাকন, এইচ এম কামাল, আব্দুল মান্নান, সুমন শেখ, মিহির ঘোষ, চিন্ময় রায়, শেখ মোঃ রাসেল, লিটু শেখ, শরিফুল ইসলাম, তাজমুল ইসলাম, বাদশা শেখ, শামিম শেখ, মোহাম্মাদ আলী, সজীব ঘোষ, পল্লব বৈদ্য, নিউটন, শাওন শেখ, শাহীনুর, সজীব কাপালীসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।