শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটÑ৪ ( শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এ আসনে এগিয়ে রয়েছেন নৌকা মার্কার প্রার্থী। বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী নির্বাচনের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
নির্বাচনের প্রচার ও জনসংযোগ এবং ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, বাগেরহাট-৪ আসনে নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বেশ এগিয়ে রয়েছেন। অবস্থাদৃষ্টে আওয়ামী লীগ প্রার্থীর ভোটে কিছুটা ভাগ বসাবে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের এম আর জামিল হোসাইন। এছাড়া এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন জাতীয় পার্টির (এরশাদ) সাজন কুমার মিস্ত্রী (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), তৃণমূল বিএনপি’র লুৎফুন নাহার রিক্তা (সোনালী আশ), এনপিপি’র মোঃ লোকমান হোসেন (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোঃ বদরুজ্জামান (ছড়ি) ।
মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার ২০টি ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত বাগেরহাট-৪ আসন। এই আসনের ৩ লাখ ৪৯ হাজার ৮৯৫ জন ভোটার ৭ জানুয়ারীর নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
বাগেরহাট-৪ আসনে প্রচারণায় এগিয়ে বদিউজ্জামান সোহাগ
Leave a comment