বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস মাছের ঘেরে উল্টে পড়ার তিন দিন পর চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. জুয়েল (৪০) খুলনাররূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুভদিয়া এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়েরাস্তার পাশে মো. নজরুল ইসলামের মাছের ঘেরে উল্টে পড়ে। এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে যান। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যারদিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়।
এরপর সোমবার (৯ জানুয়ারি) সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে জুয়েলের মরদেহ উদ্ধার করার পরতার পরিচয় জানা যায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত