
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (৮ নভেম্বর) দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ইয়াহিয়া আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি দূর করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে অবস্থিত সততা স্টোর উদ্বোধন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোহাম্মদ শাহজাহান, পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।