যশোর অফিস : যশোরের বাঘারপাড়ায় শনিবার রাতে অবৈধ্য আদম ব্যবসার প্রতিবাদ করায় পিতা ও পুত্রকে জখম করেছে সন্ত্রাসীরা। ওমরপুর গ্রামের নুর আলী খন্দকারের ছেলে অতিয়ার রহমান(৩৮) দীর্ঘদিন যাবত এলাকায় অবৈধ আদমের ব্যবসা করে আসছে। সে লিবিয়া, মালেশিয়াসহ বিভিন্ন দেশে অবৈধ্য ভাবে মানুষকে পাঠানোর ব্যবসা করে। তার খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার জন্য অনেকেই তাকে মোটা অংকের টাকা দিয়েছে কয়েক শত মানুষের কাছ থেকে। অবৈধ্য টাকার গরমে সে এলাকায় নিজস্ব সন্ত্রাসী গাং তৈরি করে বিভিন্ন সময়ে তান্ডব চালায় বলে যানা যায় এবং যারা তাকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছে তাদের বিদেশ না পাঠিয়ে সেই টাকার মোটা অংশ প্রভাবশালী মহলে দিয়ে বিভিন্ন অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে দীর্ঘ দিন ধরে। পাওনা টাকা চাইতে গেলে মারপিট ও হত্যার হুমকি দেয় অসহায় ভুক্তভোগীদের। তেমনি ভুক্তভোগি একজন খাজুরা বাজার তেলিধানাপুড়া গ্রামের আবু বক্কার কাজীর ছেলে মুশফিকুর রহমান। সে বিদেশ যাওয়ার জন্য অতিয়ার রহমানকে মোটা অংকের টাকা দেয়। এক পর্যায়ে সে জানতে পারে অবৈধ্য ভাবে বিদেশ নিয়ে যাবে। যে কারণে সে যেতে রাজি হয় না। সেই পাওনা টাকা ফেরত চাইতে গেলে অতিয়ার ও তার সাঙ্গ পাঙ্গ অতর্কিতভাবে হামলা করে। হামলায় তাদের শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম হয় এবং গুরুত্বর আঘাত লাগে। এ সময় হাসান আলী নামে আরও একজন আহত হয়। ঘটনার এক পর্যায়ে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। এ সময় হামলাকারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এই আতিয়ার রহমান ফোন করে গত ১২ ই মার্চ মুশফিকুর রহমানকে অযথা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিটে বাড়ি ছাড়া করাসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করে মুশফিকুর। তবে এখনও তার কোনো সোরাহু হয়নি। এর মধ্যেই ১৮ মার্চ অতর্কিতভাবে হামলা করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত