জন্মভূমি ডেস্ক : বাজারে সিন্ডিকেট আছে-এ ধরনের কথা বলেননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে, বাজারে পণ্যের ঘাটতি হলে-অনেকে দাম বাড়ানোর চেষ্টা করেন বলে তিনি জানান।
বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেটদের সাথে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
‘বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব নয়’ এভাবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এব্যাপারে সরকার প্রধানের মতামত জানতে চান। এ বিষয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, ‘সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙ্গবো- এ ধরনের কথা তো আমি বলেনি। আমি বলেছি যে, বাজারে যখন ক্রাইসিস তৈরি হয়, তখন হঠাৎ করে জেল-জুলুম দিলে- মানুষের দুর্ভোগ বাড়বে। আমি এটাই বলেছিলাম। আলোচনা করে আমরা ব্যবস্থা নিতে চাই।’
তিনি বলেন, দেশে যখনই জিনিসপত্রের দাম বাড়ে তখন তা নিয়ন্ত্রণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। ভোক্তা এবং ব্যবসায়ী উভয়ের স্বার্থ সংরক্ষণ হবে এটাই আমরা চাই। এ লক্ষ্যে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিয়ে বাজার মনিটরিং করে থাকি। অভিযান পরিচালনার মাধ্যমে অনেককে জেল জরিমানা করা হচ্ছে। কখনো কখনো আমাদের লোকবল কম হওয়ার কারণে কিছুটা শ্লথ হয়। আমি এ কথাটা বলেছি বলে তিনি উল্লেখ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত