
কপিলমুনি প্রতিনিধি : এক বছরের চুক্তি ভিত্তিক নিয়োগে আবারো বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে স্বপদে বহাল রেখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জারীকৃত এক স্মারকে এ প্রঞ্জাপন জারী করা হয়েছে। জারীকৃত প্রঞ্জাপনে আগামী ১৮ মে যোগদানের তারিখ হতে ১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাঃ রফিকুল ইসলাম জনস্বার্থে এ আদেশ জারী করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে আবারো স্বপদে বহাল রাখায় কপিলমুনি, হরিঢালী, মামুদকাটী, সোনাতনকাটীসহ পাইকগাছা উপজেলার সকল শ্রেনি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।