
দাকোপ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করার অংশ হিসাবে দাকোপের বানীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় উত্তর বানীশান্তা বেটস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগনেতা সঞ্জিব কুমার মন্ডল, সরোজিত রায় কুঞ্জু, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, ক্ষিতিশ চন্দ্র মন্ডল, অরবিন্দু সরদার, জ্যোতি শংকর রায়, জুলফিক্কার গাজী জুলু, আজগর হোসেন ছাব্বির, শিপন ভূইয়া, রতন মন্ডল, শুভংকর মন্ডল, বিকাশ মন্ডল, রাম মোহন মিস্ত্রি, যুগোল মন্ডল, দেবাশীষ মন্ডল, উত্তম সরকার, মোহন গাইন, পংকজ গাইন, প্রশান্ত মন্ডল, নিরাঞ্জন মন্ডল, মলয় মন্ডল, ফিরোজ খান, মহসীন হাওলাদার, দেবব্রত মন্ডল, হিরন্ময় রায়, স্বপন মন্ডল, হিমাংশু বিশ্বাস, বিপ্লব বাইন, বিষ্ণুপদ মন্ডল, জগদীশ সরদার, গৌতম সরকার কাকন, রামমোহন মিস্ত্রি, লিটন সরদার, খগেন গাইন, যুগোল মন্ডল, জয়ন্ত রায়, দেবাশীষ রায়, বরুন পাইক, উত্তম সরকার প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত