জন্মভূমি ডেস্ক : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুই মরদেহ পাওয়া গেছে। আজ রোববার (২৮ এপ্রিল) সকালে রুমার প্রাংসা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা পুলিশের।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। পরে সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতদের পোশাক দেখে কুকি-চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করা হচ্ছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থল রুমা উপজেলায় হলেও থানচি উপজেলার সীমান্তবর্তী এবং নিকটবর্তী এলাকার। সেখানে থানচি থানার পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত