
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল কাঠামো নিয়ে অসন্তুষ্টি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি পদত্যাগ করেছেন।
শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। আজ রোববারই ঢাকা ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টরের।
দুই মাস আগে বাফুফের সভা শেষে নিজের কক্ষে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় কাজী সালাউদ্দিন বলেন, পলের চুক্তি আছে ২০২৪ পর্যন্ত। কিন্তু সে আর থাকতে চাইছে না। ওর সমস্যা হলো, ও আমাকে যখন-তখন চাইলে পাচ্ছে না। সে মেয়েদের দলের সঙ্গে সিঙ্গাপুর যাওয়ার দুই দিন আগে আমার বাসায় এসে জানিয়ে গেছে, বাফুফের চাকরি ছেড়ে দিতে চায়।
কাজী সালাউদ্দিন আরও বলেন, পল বলেছে, আমি যেন তাকে থাকার জন্য অনুরোধ না করি। কারণ, সে মনে করে, বাংলাদেশের ফুটবলে কাজ করার আর পরিবেশ নেই। এ দেশের মানুষ ফুটবল ভালোবাসে না। পছন্দ করে না। কাজেই সে আর থাকতে চাইছে না।
প্রসঙ্গত, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পল প্রথম ঢাকায় আসেন ২০১৬ সালে। ২০১৯ সালের অক্টোবরে চলে যান। তখন ব্রুনাই জাতীয় দলের কোচ হন। পরে তাকে আবার ফিরিয়ে আনেন বাফুফে সভাপতি।