
ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট বিশ্বে বর্তমানে ব্যাটিংয়ে সেরাদের তালিকায় শীর্ষেই থাকবেন বিরাট কোহলি এবং বাবর আজম। যে কোনও ফরম্যাটেই দীর্ঘদিন ধরে ধারাভিক ভালো করে যাচ্ছেন এ দুইজন। এদিকে সেরা এই ব্যাটারদ্বয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হলেও তাদের দুজনের মাঝেই রয়েছে দারুণ সৌহার্দ্য এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, কোহলিও এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন।
স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন কীভাবে কবে তাঁর প্রথম কথা হয়েছিল পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের সঙ্গে। একই সঙ্গে বাবরকে বিশ্বের সেরা ব্যাটার দাবী করে তিনি জানিয়েছেন, পাকিস্তানি অধিনায়কও তাকে দারুণ সম্মান করে।
কোহলি বলেন, ‘বাবরের সঙ্গে আমার প্রথম কথা হয় ২০১৯ বিশ্বকাপের সময় ম্যানচেস্টারে। আমি অনুর্ধ্ব-১৯ থেকেই ইমাদ ওয়াসিমকে চিনতাম, ও আমাকে এসে বললো বাবর আমার সঙ্গে কথা বলতে চায়। এরপর আমরা এক সঙ্গে বসি এবং খেলা নিয়ে কথা বলি। আর প্রথম দিন থেকেই তাঁর মধ্যে যথেষ্ট সম্মান দেখেছি।’
এরপর কোহলি বলেন, ‘ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে বাবরই এখন সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার। সে অসাধারাণ ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং আমি ওর খেলা দেখতে খুবই উপভোগ করি।’