জন্মভূমি ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারমধ্যে ৭২টি আসনে তাদের প্রার্থী পরিবর্তন করেছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২২ জন নারী প্রার্থী এবং ২০ জন সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থী মনোনয়ন দিয়েছে দেশের এতিহ্যবাহী এই প্রাচীন রাজনৈতিক দলটি।
আবার বয়স ও অসুস্থতার কারণে নির্বাচনি প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন কয়েকজন। তবে বেশির ভাগ ক্ষেত্রে মনোনয়ন তাঁদের পরিবারেই আছে। বয়স ও অসুস্থতার কারণে বাদ পড়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম। তবে এই আসনে মনোনয়ন পেয়েছেন তাঁর ছেলে মাজহারুল ইসলাম।
অপরদিকে রংপুর-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান আগে থেকেই ভোটে না লড়ার ঘোষণা দিয়েছিলেন। এই আসনে তাঁর পরিবর্তে ছেলে রাশেক রহমানকে মনোনয়ন দিতে অনুরোধ করেছিলেন। দল তার কথা রেখেছে।
চট্টগ্রাম-১ আসনের ছয়বারের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য মোশাররফ হোসেন। তিনিও এবার নির্বাচন না করার কথা জানিয়েছিলেন। এখানেও দল বাবার অনুরোধে ছেলে মাহবুব উর রহমানকে মনোনয়ন দিয়েছে।
ঢাকা-৭ আসনের তিনবারের সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ। নির্বাচন করার ক্ষেত্রে তাঁর আইনি জটিলতাও আছে। এবার তিনিসহ তাঁর দুই ছেলের জন্য মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত তার বড় ছেলে সোলায়মান সেলিম মনোনয়ন পেয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত