বিজ্ঞপ্তি : নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে বুধবার নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জব্বার সরণি এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাম জোটের জেলা সম্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা মভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক খান, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এড. এম এম রহুল আমিন, সুতপা বেদজ্ঞ, এড. চিত্তরঞ্জন গোলদার, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য ডাঃ সমরেশ রায়, মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠ,ু সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী প্রমুখ। বক্তরা বলেন, সরকার আবার একটি বিরোধী দলহীন-ভোটার বিহীন একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছে। এই অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালকে সফল করার জন্য বাম জোটের পক্ষ থেকে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।